দিল্লিতে এনকাউন্টারে নিকেশ হল কুখ্যাত সিগমা গ্যাংয়ের চার সদস্য
বেস্ট কলকাতা নিউজ : পুলিশি এনকাউন্টারে শেষ বিহারের কুখ্যাত ‘সিগমা’ গ্যাংয়ের চার সদস্য ৷ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা, বিহার পুলিশের সঙ্গে যৌথ অপারেশনে রোহিণীতে এই এনকাউন্টার করে বলে খবর মেলে ৷ পুলিশের গুলিতে চার গ্যাংস্টারের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রোহিণীর বাহাদুর শাহ মার্গের আম্বেদকর চক এবং পানসালি চকের মাঝে ভোর তিনটে নাগাদ এই এনকাউন্টারের ঘটনা ঘটে । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রঞ্জন পাঠক (২৫ ), বিমলেশ মাহাতো (২৫ ), মনীশ পাঠক (৩৩ ), সকলেই বিহারের সীতামারির বাসিন্দা এবং দিল্লির কারাওয়াল নগরের বাসিন্দা আমান ঠাকুর (২১ ) এই এনকাউন্টারে গুলিবিদ্ধ হয় ৷ পুলিশের দাবি, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই গ্যাংয়ের সদস্যরা একটি বড় ধরনের অপরাধমূলক কাজের পরিকল্পনা করছিল ৷ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং বিহার পুলিশের একটি যৌথ দল এলাকায় ফাঁদ পাতে ৷

এক শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, “পুলিশের দল সন্দেহভাজনদের আটকানোর চেষ্টা করলে তারা পাল্টা গুলি চালায় । এরপর পুলিশও পাল্টা গুলি চালায় ৷ পরে দু’পক্ষের মধ্যেই তীব্র গুলি বিনিময় হয় । ঘটনায় চার অভিযুক্তই গুলিবিদ্ধ হয় ৷ তাদের দ্রুত রোহিণীর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷” পুলিশ জানিয়েছে, চারজনই বিহারে একাধিক খুন এবং সশস্ত্র ডাকাতি-সহ বেশ কয়েকটি মামলায় ওয়ান্টেড ছিল । এই দলটি বিহারে ব্রহ্মশ্রী সেনা জেলা প্রধান গণেশ শর্মা, মদন শর্মা এবং আদিত্য সিং হত্যার সঙ্গে জড়িত ছিল বলেও অভিযোগ ছিল।

