নিজের জন্মদিনে অভিনন্দন এবং শুভেচ্ছায় ভাসলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : নিজের জন্মদিনে অভিনন্দন এবং শুভেচ্ছায় ভাসলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ । প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে তিনি অবশ্য কোর কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তবুও তার জনপ্রিয়তা আছে আগের মত, অথবা আগের চাইতে বেশি। এদিন জন্মদিন ছিল পাপিয়া ঘোষের ,জেলা সভাপতি থাকাকালীন তিনি যেভাবে কাজ করে গেছেন, এখনো সেভাবেই কাজ করে চলেছেন।

তিনি জানান আমার পদ থাকল কি গেল এ নিয়ে আমি ভাবি না, আমি শুধু কাজ করে যেতে চাই , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ আমার নেত্রী, তিনি যেভাবে মানুষের কথা ভেবে কাজ করে চলেছেন আমিও ঠিক একই পথ বেছে নিয়েছি । বরাবরই তিনি বিখ্যাত তার ব্যবহারের কারণে, এমনকি বিরোধীরাও তার প্রশংসা করেন ।
এদিকে জনপ্রিয় নেত্রীর এদিন জন্মদিন, তাই তাকে অভিনন্দন একেবারেই ভুল করেননি তৃণমূলের নেতা এবং কর্মীরা। আবেগে পাপিয়া ঘোষ আরো জানান এত মানুষের ভালোবাসা আমি একদিনে পেলাম এটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ । জন্মদিনের সেরা উপহার পেলাম আমি , আর কি চাই ? জেলা সভাপতিকে এদিন শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের যুব সদস্য, এবং পুরুষ এবং মহিলা কর্মীরাও। আগামী দিন আমি আরো শক্তিশালী হয়ে যাব এত মানুষের ভালোবাসা পেলাম আমি, এদিন এমনটাই জানালেন নেত্রী পাপিয়া দেবী।

