ওভারহেড তার মুক্ত করতে শহরে ২০০ কিমি টানেলের পরিকল্পনা গ্রহণ করলো কলকাতা কর্পোরেশন
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার বাজার এলাকা কিংবা ঘনবসতি এলাকায় অন্যতম বিপদ হল ঝুলন্ত তারগুচ্ছ । যেদিকেই তাকানো যায়, সেদিকেই কেবল কিংবা বিদ্যুতের তার থেকে ব্রডব্যান্ড সংযোগের তার নজরে আস ৷ আগুন লাগল ল্যাডার ঢোকানো যায় না এই সমস্ত ঝুলন্ত তারের জন্য। সম্প্রতি সেই বিপদ আঁচ করে পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন মঞ্চ থেকেই তারের জঞ্জাল মুক্ত করতে নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে । নির্দেশ পাওয়ার পরেই শুরু হয় আলোচনা । কলকাতার বিভিন্ন গুরুত্তপূর্ণ এলাকায় এই সমস্ত তার মাটির তলা থেকে নিয়ে যাওয়ার জন্য মোট ২০০ কিলোমিটার ইউটিলিটি টানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ।

তারের জঞ্জাল নিয়ে অভিযোগ নতুন নয় ৷ কলকাতা কর্পোরেশন মাসিক অধিবেশনে শাসক-বিরোধী উভয় পক্ষের কাউন্সিলররা শহরকে তারের জটমুক্ত করা নিয়ে বারংবার অভিযোগ জানিয়েছেন ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শহরে অনেক জায়গায় এই ওভারহেড তারের কারণে আগুন লাগলে দমকল গাড়ি বা দমকলের হাইড্রোলিক সিঁড়ি আনা যায় না। আবার বহু এলাকায় বস্তি কিংবা পুরোনো বাজারে তারের জটলা কার্যত মৃত্যুফাঁদ। বারে বারে বিভিন্ন স্থানীয় কেবল সংস্থা থেকে শুরু করে টেলিকম সংস্থার ইন্টারনেট পরিষেবার তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এই বিষয় অতীতে একাধিকবার কেবল ও বিভিন্ন ইন্টারনেট পরিষেবার প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসে কলকাতা কর্পোরেশন। তবে লাভ কিছু হয়নি। শেষে কলকাতা কর্পোরেশন বেশ কিছু রাস্তায় পাইলট প্রজেক্ট হিসেবে ফুটপাতের নীচে ইউটিলিটি টানেল তৈরি করে । তবে এই ইউটিলিটি টালেল তৈরিতে বিপুল টাকা খরচ। ফলে রাতারাতি আর সেই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারেনি কলকাতা পৌর নিগম।

