১০০ টাকা জলের বোতল, কফির মূল্য ৭০০! মাল্টিপ্লেক্সে দাম নিয়ন্ত্রণ করতে কড়া বার্তা শীর্ষ আদালতের
বেস্ট কলকাতা নিউজ : কর্মব্যস্ত জীবন থেকে খানিক স্বস্তি দেয় বিনোদন। অবসর বিনোদনের জন্য অনেকেই সিনেমা হলে যান। কিন্তু সেখানে সিনেমা দেখতে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে পকেট। মাল্টিপ্লেক্সগুলিতে জলের বোতলের দাম ১০০ টাকা। এমনিতে ঠান্ডা পানীয়র দাম ৫০ টাকা। কিন্তু মাল্টিপ্লেক্সে কিনতে গেলে দিতে হয় ৪০০ টাকা!শুধু কী তাই, কফি থেকে পপকর্ন। সবেতেই টাকার ‘শ্রাদ্ধ’। এ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট দর্শকরা। এবার উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালতও। মাল্টিপ্লেক্স মালিকদের উদ্দেশে আদালতের বার্তা- অবিলম্বে দাম নিয়ন্ত্রণ করতে হবে। নইলে আর কেউ হল মুখো হবে না।

সম্প্রতি রাজ্যের হলগুলিতে টিকিটের দাম ২০০ টাকা রাখার সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। এনিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। বেঁকে বসেছেন মাল্টিপ্লেক্স মালিকরা। শুরুতে কর্ণাটক হাইকোর্ট রাজ্যের সিদ্ধান্তই বহাল রাখে। পরের দিকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠন। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ও কর্ণাটক স্টেট ফিল্ম চেম্বার অব কমার্সের সেই মামলার শুনানিতেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ। বিচারপতি বিক্রম নাথের বক্তব্য, ‘আপনারা একটি জলের বোতলের জন্য ১০০ টাকা, এক কাপ কফির জন্য ৭০০ টাকা নেন’।
জবাবে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার আইনজীবী বলেন, তাজ এক কাপ কফির জন্য ১০০০ টাকা নেয়। এই দাম কি নিয়ন্ত্রণ করা যাবে? এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ মাল্টিপ্লেক্সে না আসতে চাইলে সাধারণ হলগুলিতে যাক। তাহলে আর কোনও সমস্যা হবে না। এর জন্য মাল্টিপ্লেক্সের তরফে দাম কমানোর কোনও মানে হয় না। এরপরই কড়াভাবে বিচারপতি বিক্রম নাথের বক্তব্য, ‘অবিলম্বে এই দাম নিয়ন্ত্রণ করা উচিত। মানুষের কাছে এগুলি সহজলভ্য করতে হবে। নাহলে আগামীতে আর কেউ হলে গিয়ে সিনেমা দেখবে না। সব খালি পড়ে থাকবে।’

