দিল্লি বিস্ফোরণ কাণ্ড, এনআইএ গ্রেফতার করল উত্তর দিনাজপুরের ১ চিকিৎসককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে এক চিকিৎসককে গ্রেফতার করল এনআইএ ৷ স্থানীয় ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে শুক্রবার জানিসার আলম এলিয়াস জিগার নামে ওই চিকিৎসককে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জন্মসূ্ত্রে এখানকার বাসিন্দা হলেও বহুদিন আগে পঞ্জাবের লুধিয়ানায় চলে গিয়েছে পরিবার ৷ এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এনআইএ-র হাতে গ্রেফতার হয় এই চিকিৎসক ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে পরিবার কর্তা তৌহিদ আলম বাকিদের নিয়ে লুধিয়ানায় চলে যান। সেখানে এক কোয়াক ডাক্তারের সঙ্গে তিনি কাজ করতেন‌। পরে ছেলে জানিসার আলমকে ডাক্তারি পড়ান। জানিসার ২০২৪সালে হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করে। গত রবিবার সে চণ্ডীগড় গিয়েছিল একটি পরীক্ষা দিতে। তারপর চলতি মাসের ১২ তারিখ গ্রামের বাড়িতে আসে পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এর দু’দিন পর তাকে গ্রেফতার করা হয় ৷ পরিবারের দাবি, জানিসার ভালো ছেলে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তাকে গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাসের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ৷ জেলা পুলিশ সূত্রে খবর, এনআইএ-র একটি দল ডালখোলা থানার সূর্যাপুর হাইস্কুলের সামনে থেকে জিগারকে গ্রেফতার করে ৷ তবে ঠিক কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য পুলিশকে দেয়নি এনআইএ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *