নাবিক নিখোঁজ হলো জাহাজে পণ্য বোঝাইয়ের সময় নদীতে পড়ে গিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হলেন হলদিয়া বন্দরে পণ্য বোঝাই করবার সময়। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে হলদিয়ার ওই বন্দরে। বন্দর সূত্রে খবর , জানা গিয়াছে নিখোঁজ ওই নাবিকের নাম সান উ। মায়ানমারের ওই নাবিকের বয়স ৩৪ বছর।

আরও জানা গেছে আয়রণ অর্থাৎ লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে। রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের অফিসার একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা সার্ভে করতে নেমেছিলেন ডক ছাড়ার ঠিক আগের মুহূর্তে। মনে করা হচ্ছে এমনকি ঠিক সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি পড়ে যেতে পারেন বলেও।রাতেই বন্দরেরর আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলেই। ডুবুরিও নামানো হয় তড়িঘড়ি করে। জানা গিয়েছে সকাল পর্যন্ত ওই নাবিকের কোনও খোঁজ মেলেনি বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *