সংবর্ধনা অনুষ্ঠানে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) বিশ্বকাপ জয়ী উমা ছেত্রীর অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হাতে তুলে দিলেন ৫১ লক্ষ টাকার নগদ পুরস্কারের চেক
নিজস্ব সংবাদদাতা: সংবর্ধনা অনুষ্ঠানে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) বিশ্বকাপ জয়ী উমা ছেত্রীর অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হাতে তুলে দিলেন ৫১ লক্ষ টাকার নগদ পুরস্কারের চেক। ইতিহাস সৃষ্টি করেছেন উমা।তিনি অসম তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রথম ক্রিকেটার, যিনি আইসিসি বিশ্বকাপজয়ী দলের সদস্যা হয়েছেন। এদিন উমা ছেত্রী জানান আমি নিজে ভাবতে পারছি না, আজকের দিনটার কথা। আজকে এত সম্বর্ধনা, এত অভিনন্দন তাই আমার কাছে এই দিনটা একটা আলাদা আনন্দএর দিন। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা একটা আলাদা অনুভূতি বলতে পারেন।


