অপ্টোপিক শিলিগুড়ি আয়োজিত দৃষ্টিহীনদের দ্বারা অভিনীত, রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা নাটকের
শুভ উদ্বোধন ও মঞ্চস্থ হল দীনবন্ধু মঞ্চে
(*) স্থানীয় সংবাদ ২ (৪)
শিলিগুড়ি : অপ্টোপিক শিলিগুড়ি আয়োজিত দৃষ্টিহীনদের দ্বারা অভিনীত, রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা নাটক “রাজা” -র শুভ উদ্বোধন ও মঞ্চস্থ হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেনমেয়র গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়ির মানুষ সব সময় সংস্কৃতি পছন্দ করে। এখানে কোন নাটক বা তথ্যচিত্র যদি আসে মানুষের ভিড় দেখলে বোঝা যায় মানুষ কি কি পছন্দ করে , তাই এখানে বড় অনুষ্ঠান হলে আবার প্রচন্ড ভালো লাগে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আমার কাছে প্রচন্ড প্রিয়। ছোটবেলা থেকেই আমি পছন্দ করি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দেখতে। আজকে সেই দিন আমার ইচ্ছে সম্পূর্ণভাবে নাটক দেখে তারপর ফিরে যাওয়া। সবাই আসুন এবং নাটক দেখুন। আমার সবার কাছে একটাই অনুরোধ।


