১০ হাজার বছর পর জাগল আগ্নেয়গিরি ! হাই অ্যালার্ট জারি হল ভারতীয় বিমান পরিষেবায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জেগে উঠেছে ‘ঘুমন্ত’ আগ্নেয়গিরি ৷ প্রায় ১০ হাজার বছর পর সোমবার রাত থেকে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত ৷ সেখান থেকে নির্গত ছাইয়ের ঘন মেঘ, উত্তর-পশ্চিম ভারতের আকাশ দখল করেছে ৷ ইতিমধ্যেই গতকাল ছাইয়ের কারণে কিছু বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ অন্যান্য সংস্থা ৷ যার কারণে বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করেছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক তথা ডিজিসিএ । পরবর্তীতে ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, বিষাক্ত মেঘ দূরে সরে যাচ্ছে ৷

সংবাদসংস্থা এএনআই ইন্ডিয়া মেট স্কাই ওয়েদারকে উল্লেখ করে জানিয়েছে, ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ বিমান চলাচলে প্রভাব ফেলছে ৷ সোমবার সন্ধ্যায় ওই ছাইয়ের মেঘ পশ্চিম ভারতের কিছু অংশে প্রবেশ করে রাজস্থান, উত্তর-পশ্চিম মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবের দিকে অগ্রসর হয় ৷ প্রতি ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে’। পরবর্তীতে তা হিমালয়-সহ অন্যান্য অঞ্চলেও আঘাত হানতে পারে ৷ এদিকে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাজার হাজার বছর ধরে সুপ্ত থাকা আগ্নেয়গিরিটি রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর জেগে ওঠে ৷ শুরু হয় লাভা উদগীরণ ৷ সেই সঙ্গে আকাশে ছাই এবং সালফার ডাই অক্সাইডের পুরু স্তর ছড়িয়ে পড়ে । যা ভারতেও প্রভাব ফেলছে ৷ এরপরই একটি বিবৃতি-সহ সতর্কতা জারি করেছে, DGCA ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *