ফের খবরের শিরোনামে উঠে এলো কসবা ! ১ যুবক গুলিবিদ্ধ হল তৃণমূল কাউন্সিলরের বাড়ির নিকটে
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় দুষ্কৃতীদের উৎপাত যেন দিন দিন বাড়ছে । বুধবার রাতে ফের গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল কসবার বোসপুকুরের প্রান্তিক পল্লী এলাকায় । জানা গেছে কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই হঠাৎ গুলির শব্দে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারাও। মূলত ঠিক এক বছর আগে এমনই ঘটনা ঘটেছিল এই এলাকায় । ফের সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি ঘটলো আবারও।

এদিকে পুলিশ সূত্রে খবর, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হন অভিজিৎ নাইয়া নামে বছর একুশের এক যুবক। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লাগে বলে খবর মেলে । তড়িঘড়ি তাঁকে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে যুবকের । কসবা কাণ্ড নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্তে নেমে আমরা সব দিকগুলি খতিয়ে দেখছি । ঘটনাস্থলে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন । তদন্ত চলছে ৷” সূত্রের খবর, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিজিৎ-সহ কয়েকজন যুবক রাতে বসে খাওয়া-দাওয়া করছিলেন। সেই জায়গা থেকেই পুলিশ উদ্ধার করেছে গুলির খোল, মদের বোতল, খাবারের প্যাকেট এবং থালা। তদন্তকারীদের অনুমান, ওই জমায়েতের মধ্যেই কোনওরকম বচসা বা বিবাদ থেকে গুলি চলতে পারে বলেও।

