বিহার থেকে মোটর বাইক আসছে বর্ধমানে, ব্যাপক উত্তজনা ছড়ালো গোটা শহর জুড়ে
বর্ধমান: বিহার থেকে একাধিক মোটরবাইক আনা হয়েছে বিজেপির জেলা সদর দফতরে—এই অভিযোগ ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়াল বর্ধমানে। এদিকে এক বিজেপি নেতার তত্ত্বাবধানে ট্রেন থেকে বাইক নামানো হচ্ছে, এমন খবর সামনে আসতেই বর্ধমান রেল স্টেশনের ইস্টার্ন রেলওয়ে পার্সেল অফিসের সামনে এক তুমুল অবস্থান-বিক্ষোভে নামে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিহার থেকে নম্বর প্লেট-সহ মোট ৫৫টি বাইক বিজেপি অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই আগেভাগে এই বাইক আনা হয়েছে, যা পরে অপরাধীদের হাতে তুলে দেওয়া হতে পারে।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই বিভিন্ন রাজ্যে দলের কর্মীদের কাজের সুবিধার জন্য এই বাইক পাঠানো হয়, এর সঙ্গে কোনও বেআইনি বা ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের যোগ নেই। এখন গোটা রাজ্যের পরিবেশ বাংলাদেশের ঘটনা নিয়ে স্বাভাবিক নয়। তাই হয়তো এই সব খবর আলোড়ন তৈরি করছে।

