কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হল ১ ভারতীয় গবেষককে
বেস্ট কলকাতা নিউজ : গবেষণারত এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া গবেষককে গুলি করে হত্যার ঘটনা ঘটলো কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসে ৷ এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে৷ কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও টরেন্টো পুলিশের রিপোর্ট অনুযায়ী, কানাডায় গবেষণারত ভারতীয় ছাত্রটির নাম শিভক অবস্তি ৷ হাইল্যান্ড ক্রিক ট্রেল এলাকা এবং ওল্ড কিংসটন রোড থেকে মঙ্গলবার বেলা ৩ .৩০ টে নাগাদ কেউ পুলিশকে খবর দেয়, একজন গুরুতর আহত ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েছেন ৷ ঘটনাস্থল থেকে কর্তব্যরত ইন্সপেক্টর জেফ অ্যালিংটন সাংবাদিকদের জানান, এক ব্যক্তি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ৷ তিনি আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯১১ নম্বরে ফোন করেন ৷

পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে ৷ তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ এই ঘটনাটিকে টরেন্টোর পুলিশ হত্যা হিসাবেই ধরে তদন্ত করছে ৷ ইন্সপেক্টর জেফ অ্যালিংটন বলেন, “আমরা আগে ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণগুলি সংরক্ষণ করছি ৷ ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা করছি ৷ এই ব্যক্তির আত্মীয়কে বিষয়টি জানাচ্ছি ৷” এদিকে টরেন্টোয় ভারতীয় কনস্যুলেটের তরফে পড়ুয়ার এই দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷
টরেন্টোর স্কারবরো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় অত্যন্ত ব্যথিত ৷ কিন্তু শিভক অবস্তি যে তাদের বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া, তা নিশ্চিত করতে পারেননি তিনি ৷ মুখপাত্র বলেন, “নিহত ব্যক্তির পরিচয় নিয়ে আমরা এখনই কোনও মন্তব্য করব না ৷” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করে, যেন কোনও পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়া যেন ক্যাম্পাস ছেড়ে বাইরে না যান ৷ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাইল্যান্ড ক্রিক ভ্যালিতে পুলিশ তদন্ত করছে ৷ তাই ভ্যালি থেকে বেরনো প্রবেশপথটি বন্ধ থাকবে ৷ পুলিশ ফের এই প্রবেশপথটি না-খোলা পর্যন্ত ওই পথ দিয়ে কেউ যাতায়াত না-করেন ৷

