মজা করতে চললো গুলি! নাবালকের এয়ার গানে রক্তাক্ত হল ১ যুবক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাবার কাছে নাবালক ছেলে আবদার করেছিল এয়ারগান কিনে দেওয়ার। বিত্তশালী বাবা একমাত্র সন্তানের শখ মেটাতে তা কিনেও দিয়েছিলেন। এয়ারগান হাতে পাওয়ার পর থেকেই দশম শ্রেণীর ওই ছাত্রের ইচ্ছা ছিল, সেটি থেকে গুলি ছোড়ার। আর তা করতে গিয়েই ঘটিয়ে বসাল বিপদ। তার ছোড়া গুলিতে আহত হলেন অভিষেক রায় নামে নিরীহ এক যুবক। তিনি তখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন। জানা গেছে রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেহালা থানার জেমস লং সরণি ও বনমালী ঘোষ লেনের সংযোগস্থলে। আহত যুবকের পেটে গুলি লেগেছে। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নাবালককে চিহ্নিত করে পুলিশ। অবশেষে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এস এন রায় রোডের বাসিন্দা অভিষেক রায় রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এসেছিলেন জেমস লং সরিণতে। আড্ডা মারার পাশাপাশি সকলেই চা খাচ্ছিলেন। এই সময় আচমকাই উল্টো দিকের বাড়ি থেকে একটি প্যালেট (ছররা) ছুটে আসে। এয়ারগানের ওই প্যালেট অভিষেকের পেটে লাগে। তিনি সেখানেই লুটিয়ে পড়েন। কিন্তু কোথা থেকে তা এল, প্রথমে কেউ বুঝতে পারছিলেন না। সেখানে থাকা এক যুবকের নজরে পড়ে, উল্টো দিকের বাড়ির ছাদে এক নাবালক এয়ারগান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা নিশ্চিত হন, প্যালেট ওই বাড়ির ছাদ থেকেই এসেছে। অভিষেকের বন্ধুরা তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওই যুবককে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। অপারেশন করে প্যালেটটি বের করেন চিকিৎসকরা। অভিষেক সেখানেই চিকিৎসাধীন। এয়ারগান থেকে প্যালেট ছোড়া এবং তাতে একজনের জখম হওয়ার খবর পেয়ে আসে বেহালা থানার পুলিশ। ঠিক কোন বাড়ি থেকে প্যালেট ছোড়া হয়েছে, পুলিশকে তা দেখান অভিষেকের বন্ধুরা। তদন্তকারী অফিসাররা ওই বাড়িতে যান। সেখান থেকে একটি এয়ারগান বাজেয়াপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *