উঠলো বিচার চাই স্লোগান ! ত্রিপুরার ছাত্র হত্যায় দেরাদুন জুড়ে শুরু হল মোমবাতি মিছিল
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ তীব্র থেকে তীব্রতম হচ্ছে প্রতিবাদের আগুন ৷ দেরাদুনজুড়ে জ্বলছে মোমবাতি ৷ অভিযোগ উঠেছে বর্ণবিদ্বেষের কারণেই খুন হতে হয়েছে ত্রিপুরার ছাত্রকে ৷ এদিকে বিচার চেয়ে পথে নেমেছেন উত্তর-পূর্ব ভারতের পড়ুয়ারা ৷ বিচারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে ৷ আকারে বড় হচ্ছে প্রতিবাদ মিছিল ৷ ভিড়ও বাড়ছে মিছিলে ৷ বছরের শেষরাতেও দেরাদুনে শোনা গেল, ‘আমরা ভারতীয়, ন্যায়বিচার চাই’- এই স্লোগান ৷

মৃত্যুর সঙ্গে সতেরো দিন লড়াইয়ের পর গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দেরাদুনের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমা (২৪ ) ৷ উত্তরাখণ্ডে এসেছিলেন এমবিএ পড়তে ৷ ভিন রাজ্যে পড়তে আসা ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যে। ইউনিফায়েড ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন -এর ব্যানার হাতে নিয়ে দেরাদুনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা রাতভর দেরাদুনের গান্ধি পার্কের বাইরে জড়ো হন ৷ এরপর তাঁরা মোমবাতি হাতে ক্লক টাওয়ারের দিকে মিছিল করেন ৷ মোমবাতি মিছিলে ত্রিপুরা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যের পড়ুয়ারাও অংশ নিয়েছিলেন।
এমনকি এদিন স্লোগান ওঠে, ‘বর্ণবিদ্বেষ বন্ধ হোক’, ‘আমরা ভারতীয়, আমরা ন্যায়বিচার চাই’। এরই মধ্যে ইউনিফায়েড ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এনেছেন ৷ তিনি বলেন, “পুলিশ বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ৷ পাশাপাশি, বর্ণবিদ্বেষের জেরেই যে অ্যাঞ্জলকে খুন করা হয়েছে তা-ও মেনে নিচ্ছেন না তদন্তকারীরা ৷ শুধু তাই নয়, তাঁর আরও দাবি মোমবাতি মিছিলের জেরে নববর্ষ পালনে সমস্যা হবে এবং রাস্তায় যানজট হবে এই অজুহাতে তাঁদের কর্মসূচি প্রত্যাহারও করতে বলে পুলিশ।

