তাপমাত্রা কমে পৌঁছলো ৭ ডিগ্রির কাছাকাছি, কনকনে ঠান্ডায় কাঁপছে শহর শিলিগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বহু বছর পরে শিলিগুড়িতে কনকনে ঠান্ডার মধ্যে পড়ে গেছেন সাধারণ মানুষ। অনেক বছর পর এরকম কনকনে ঠান্ডা পড়েছে শহর শিলিগুড়িতে। আর হারহিম করা ঠান্ডায় বাড়ি থেকে কোনো ভাবেই বেরোতেই পারছেন না মানুষজন। দুটো তিনটে গরম জামা কাপড় যেন কম হয়ে পড়েছে মানুষের কাছে। এত ঠান্ডার মধ্য কি করবেন তা ভেবে দিশাহারা মানুষ। তবে মজায় আছেন অনেকেই, যেমন পর্যটকেরা, এত বছর পরে এত ঠান্ডায় উপভোগ করতে ভুলছেন না তারা। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠান্ডার ও বাড়বে। আগামী কয়েক দিনে বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ। কয়েকদিন ধরে প্রখর ঠান্ডার মধ্য নাড়াচাড়া করছেন শহর শিলিগুড়ির মানুষজন। কাজ হলে তো বেরোতেই হবে, তাই একটার পর একটা গরম জামা কাপড় চাপিয়ে কান ঢেকে কাজে যাচ্ছেন মানুষ। সকাল থেকেই প্রচন্ড ঠান্ডা, দার্জিলিং এর তুষারপাত এবং বরফ পড়াই এর কারণ বলে মনে করছেন সাধারণ মানুষ। গত কয়েক বছর ধরে শিলিগুড়িতে ঠান্ডা পড়ছে না বলে আফসোস ছিল শহর শিলিগুড়ির মানুষের। সেই আক্ষেপ এবারে কমবে বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *