যানজটের চরম সমস্যা, শিলিগুড়িতে তীব্র ক্ষোভ ছড়ালো পথচারীদের মধ্যে
শিলিগুড়ি : যানজট সমস্যায় ভুগছে শিলিগুড়ি বাসি। গত কয়েকদিন ধরেই অবিশ্বাস্য যানজট শিলিগুড়িতে। পথচারীদের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। অনেকেই জানান এত গাড়ি হয়ে গেছে, হেঁটে যাতায়াত করা যায় না, এমনকি ট্রাফিক নিয়ে ় প্রচন্ডভাবে সমস্যা আছে। তারা এও জানান প্রশাসন যদি একটু সচেতন হতো তাহলে আমাদের এত দুরবস্থা হতো না। যেগুলো মুখ্য রাস্তা আছে এগুলো তো বটেই, এমনকি পাড়ার রাস্তা দিয়েও চলাফেরা করা যায় না। এদিকে শহর শিলিগুড়িতে এমনিতেই মানুষের ভিড় ক্রমশ বেড়েছে, এর উপর আবার যানজট নিয়ে সমস্যা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।এটা ভবিষ্যতে আরো বড় হতে পারে, যদি আমরা এখন থেকেই সচেতন না হই জানান পথচারীরা। অনেকে আবার এও বলেন এতে স্থানীয় মানুষের কোন দোষ নেই, বাইরে আসা মানুষের ভীড় একমাত্র এর জন্য দায়ী।


