টোটোর দৌরাত্ম্য বন্ধ করতে কিউআর কোড বসাতে চলেছে পুরুলিয়া পুরসভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বেপরোয়া টোটোর দৌরাত্ম্যে লাগাম টানতে পুরুলিয়া পুরসভা প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটোতে বসানো হচ্ছে কিউআর কোড। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সূচনা হবে। এই পর্বে প্রথম ধাপে দুই শতাধিক টোটোতে পরীক্ষামূলকভাবে কিউআর কোড লাগানো হবে। ট্রায়াল রানে সফলতা মিলতেই জেলার সদর শহরের প্রতিটি টোটোতেই কিউআর কোড বসানো হবে। এই কাজে জেলা পরিবহণ দপ্তর সহ ট্রাফিক বিভাগ সহযোগী ভূমিকা পালন করছে। এবিষয়ে এক পুর আধিকারিক বলেন, কিউআর কোডের সাহায্যে টোটোর গতিবিধি সহ চালকের বিস্তারিত তথ্য সহজেই জানা যাবে। সেইসঙ্গে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কিউআর কোডের সৌজন্যে বেপরোয়া টোটোর দৌরাত্ম্যে রাশ টানা সম্ভব হবে। ফলে যানজট সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ট্রায়াল রান শুরু হতে চলেছে।

জেলার সদর শহর পুরুলিয়ায় কমবেশি প্রায় ৭০০০ রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটো রয়েছে। সেইসঙ্গে রেজিস্ট্রেশনহীন টোটোও জেলার সদর শহরের রাস্তা দাপিয়ে বেড়াতে দেখা যায় বলে অভিযোগ। অন্যদিকে, সংলগ্ন গ্রামীণ এলাকার টোটোও শহরের রাস্তা দাপিয়ে বেড়ানোর অভিযোগও নতুন নয়। ফলস্বরূপ জেলা সদরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হয়। সেই সমস্যার পাকাপাকি সমাধানে এবার পুর কর্তৃপক্ষ পরিবহণ দপ্তর সহ ট্রাফিক বিভাগের সহযোগিতায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রতিটি টোটোর নথি সংগ্রহের কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *