তাপমাত্রা কমার পূর্বাভাস, পৌষ সংক্রান্তিতে ফের ফিরবে প্রবল ঠান্ডার কামড়
বেস্ট কলকাতা নিউজ : রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ হঠাৎ বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসে । সোমবার তা নেমে ১২ .০৪ ডিগ্রিতে ৷ সেলসিয়াসে। গত দু’দিনে পারদের এই খামখেয়ালিপনার পিছনে দায়ী শ্রীলঙ্কা উপকূলের নিম্নচাপ । যার প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে । বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল । সোমবার মেঘ সরতেই কমল তাপমাত্রার পারদ । আগামী দুই দিনে আরও কিছুটা নামবে পারদ । শীতের অনুভূতি বাড়বে বলেই পূর্বাভাস । ফলে জাঁকিয়ে শীত বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস : কলকাতার পাশাপাশি জেলাতেও তাপমাত্রা কমছে । সোমবার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ .৫ ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল 8 ডিগ্রি ।ব্যারাকপুর ও বহরমপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা । কলকাতা ও সংলগ্ন এলাকায় ১ ১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে পারদ । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ।আজ মঙ্গলবার দিনের আকাশ ভোর এবং সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে । সূর্য ওঠার পর বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
কাঁপছে উত্তরবঙ্গ : উত্তরবঙ্গে শীতের দাপট প্রথম থেকে অব্যাহত । আগামী পাঁচদিনেও তার বিশেষ পরিবর্তন হবে না । দার্জিলিংয়ে তাপমাত্রা এক থেকে চার ডিগ্রির মধ্যে ধারাবাহিকভাবে ঘোরাফেরা করছে । উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে ধারাবাহিকভাবে রয়েছে ।

