স্টিল প্ল্যান্টে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, ছত্তিশগড়ে মৃত্যু হল কমপক্ষে ৬ জন শ্রমিকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৬ জন শ্রমিকের ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়ার একটি স্টিল প্ল্যান্টে ৷ এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ভাটাপাড়ার বাকুলহি গ্রামে রিয়াল ইস্পাত স্পঞ্জ আয়রন প্ল্যান্ট আছে, সেখানেই আজ সকালে এক ভয়ঙ্কর ঘটেছে বিস্ফোরণ ঘটে ৷ এদিকে ঘটনার পর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় বালোদাবাজার পুলিশ ও প্রশাসনের উচ্চস্তরীয় আধিকারিকরা ৷ পৌঁছেছে দমকল বাহিনীও ৷ উদ্ধার কার্য শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ আহতদের বিলাসপুরের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ভাটাপাড়া গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ পুলিশ আধিকারিক হেমন্ত প্যাটেল বলেন, “নিপনিয়া থানা এলাকায় এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তিন-চার জন বিস্ফোরণের আগুনে ঝলসে গিয়েছেন ৷” তবে পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৬ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *