হাতে রয়েছে আড়াই হাজার মুদ্রা, মালদার সুবীরবাবুর একমাত্র লক্ষ্যই মিউজ়িয়াম তৈরি করা
বেস্ট কলকাতা নিউজ : পেশায় তিনি লাইব্রেরিয়ান। কিন্তু স্বপ্ন দেখেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতীয় মুদ্রার একটি সংগ্রহশালা তৈরি করার। নিজের স্বপ্ন উড়ানের ডানা মেলেছিলেন প্রায় ৩০ বছর আগে। এর মধ্যেই সংগ্রহ করে ফেলেছেন আকবর, মহম্মদ বিন তুঘলকের আমলের মুদ্রা থেকে শুরু করে হাল আমলের বিভিন্ন স্মারক মুদ্রাও। নেহাতই কম নয় এমন মুদ্রার সংখ্যাটাও,প্রায় আড়াই হাজার।এমনকি বিদেশি মুদ্রাও রয়েছে তাঁর সংগ্রহে। কিন্তু বিদেশি নয়, তাঁর স্বপ্ন হল একমাত্র দেশীয় মুদ্রার বিবর্তনের ইতিহাস রচনার করাই। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন মালদহের বাসিন্দা সুবীরকুমার সাহা।
লকডাউন চলাকালীন বন্ধ রয়েছে লাইব্রেরি। সুবীরবাবুর খানিকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সময় কাটানোটাও। এই সময় তিনি প্রাচীন ভারতীয় মুদ্রার খোঁজ নিয়ে চলেছেন। একইসঙ্গে নানা ধরনের মডেল তৈরি করে চলেছেন এমনকি অচল পয়সা দিয়েও। ভবিষ্যতে তাঁর নিজের স্বপ্নের মুদ্রা মিউজিয়াম সাজানোর ইচ্ছে রয়েছে এসব মডেল দিয়েই।এখনো পর্যন্ত জানা নেই তাঁর স্বপ্নের উড়ান কবে শেষ হবে। তবে তিনি লক্ষ্যে পৌঁছলে আখেরে সমৃদ্ধ হবে ভারতীয় ইতিহাসেরই একটি অধ্যায়।