টাকা, মোবাইলের তথ্য খোয়াতে পারেন ভুয়ো অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করলে, এমনি সতর্কবার্তা দিল সিআইডি!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আপনার মোবাইলে অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করার নোটিফিকেশন আসছে? তাতে বলা হচ্ছে, আঙুল ছোঁয়ালেই আপনি জেনে যাবেন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ? সাবধান হোন এখনই ! এ ব্যাপারে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি আগাম সতর্ক করল রাজ্যবাসীকে। ভবানী ভবনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভুয়ো অ্যাপ থেকে অ্যাকাউন্টের টাকাও খোয়াতে পারেন এমনকি নাগরিকরা। মোবাইলের গ্যালারিতে থাকা ব্যক্তিগত সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে এমনকি সাইবার প্রতারকরাও। সিআইডি এ ব্যাপারে সতর্ক করেছে এমনকি রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশকেও।

আঙুলের ছাপের প্রয়োজন হয় বেশ কিছু অনলাইন পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে। একইরকমভাবে আঙুলের ছাপ নিয়ে অ্যাকাউন্টের টাকা উধাও হয়ে যাচ্ছে ভুয়ো অক্সিমিটার অ্যাপের নাম করে। এমনকি তারা ওটিপিও জেনে যাচ্ছে।তা ছাড়া সাইবার অপরাধীরা মোবাইলের অন্দরমহলেও হানা দিতে পারে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে। তাদের কবজায় এমনকি চলেও যেতে পারে মোবাইলের সমস্ত তথ্য, ছবি, ভিডিও। ওই আঙুলের ছাপ ব্যবহার করে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনেক বড় ক্ষতিও হতে পারে বলেও সিআইডি সতর্ক করেছে।

প্রসঙ্গত, অক্সিমিটার বিক্রি বেরেছে হুহু করে করোনা আবহে। অনেকেই এই যন্ত্র বাড়িতে রাখছেন শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ঠিক রয়েছে কিনা তা জানতে। সাধারণত ৯৫ থেকে ১০০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন হল পূর্ণ বয়স্ক মানুষের স্বাভাবিক মাত্রা। কিন্তু ৯০ শতাংশের নীচে নেমে গেলেই গুরুতর সমস্যা হচ্ছে বুঝতে হবে।সিআইডির তরফে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এসএন গুপ্ত এ ব্যাপারে বলেছেন, “ এখনও পর্যন্ত আমরা কোনও নির্দিষ্ট অভিযোগ পাইনি। তবে বেশ কিছু সিকিউরিটি এজেন্সি এ ব্যাপারে আমাদের সতর্ক করেছে। তাই আমরা সতর্ক করছি রাজ্যবাসীকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *