‘জাতীয় শিক্ষক দিবস’,হিসেবে ঘোষণা করা হোক বিদ্যাসাগরের জন্মদিন কে , বাংলা পক্ষের দাবিতে সম্মতি বাংলার বিশিষ্টদের
বেস্ট কলকাতা নিউজ : বহু বিশিষ্ট কবি সাহিত্যিক সুর মেলাচ্ছেন বাংলা পক্ষের সুরে । তাদের সবার দাবী একটাই, ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার করতে হবে বিদ্যাসাগরের জন্মদিনকে। তালিকায় নাম বেশ লম্বা এবং গুরুত্বপূর্ণ। কবি জয় গোস্বামী, কবি সুবোধ সরকার, কবি মৃদুল দাসগুপ্ত, কবি মন্দাক্রান্তা সেন, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টজনেরা বাংলা পক্ষের এই দাবীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।কবি জয় গোস্বামী বাংলাপক্ষকে জানিয়েছেন, ‘এই উদ্যোগ অত্যন্ত ভালো। আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। কোনও আবেদন পত্র জমাদিলে আমি সেখানে স্বাক্ষর দেব’। একইসঙ্গে কবি মৃদুল দাসগুপ্ত তাঁদের জানিয়েছেন , ‘আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে এই উদ্যোগে। এই উদ্যোগ পূর্ণতা পাক এটা আমি চাই।
’প্রত্যেক জেলায় এই উপলক্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি, প্রতিকৃতিতে মাল্যদানও করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে চিঠি দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনটিকে ‘রাষ্ট্রীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার আবেদন করা হয় বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর আগে। একই সঙ্গে এই দিনটিকে বাংলায় বাঙালি জাতির ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণা এবং সর্বভারতীয় স্তরে ‘রাষ্ট্রীয় শিক্ষক দিবস’ ঘোষণার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে। সংগঠনের আরো আশা, এই দিনটিকে দ্রুত স্বীকৃতি দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকেও।