বন সহায়কের চাকরি, আবেদনের তালিকায় স্নাতক থেকে গবেষকরা
বেস্ট কলকাতা নিউজ : ক্লাস এইট পাশ হতে হবে বন দপ্তরের “বন সহায়ক” পদের জন্য আবেদনকারীদেরকে।কিন্তু রিসার্চ স্কলার, পোস্ট গ্র্যাজুয়েট, এমনকী ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়াদেরও আবেদন করতে দেখা গেল এই পদের জন্য ৷সম্প্রতি বন দপ্তর ঘোষণা করে অস্থায়ী “বন সহায়ক” পদে ২ হাজার কর্মী নিয়োগ করা হবে বলেও৷ এই কর্মীদের কাজে লাগানো হবে বন্যপ্রাণ সুরক্ষার কাজে৷ মালদার বন বিভাগের আধিকারিক সুবীর কুমার গুহ নিয়োগী এও বলেন, ” এই পদের জন্য আবেদন করেছেন বহু উচ্চশিক্ষিতই৷ তাঁরা এও জানিয়েছেন, তাঁদের কোনওরকম অস্বস্তি নেই এমনকি এই কাজ নিয়েও৷”
আবেদনকারীদের মধ্যে অনেকেই স্নাতকোত্তর৷ এমনকী গবেষণাও করছেন অনেকে৷ যেমন, ইতিহাসে স্নাতকোত্তর সুদীপ মৈত্র ৷তাঁর কথায়, কোরোনা পরিস্থিতিতে সবথেকে বড় বিষয় নিচু পদের অস্থায়ী সরকারি চাকরি পাওয়াটাই৷ সুদীপ আরও বলেন, “চরম ভয়ংকর অবস্থায় পৌঁছেছে কাজের বাজার৷ বহু মানুষ তাদের চাকরি হারিয়েছে এমনকি লকডাউনের জেরে , বন্ধ হয়ে গেছে বহু কম্পানিও, অনেকেই নতুন করে আর কোনো রকম নিয়োগ করছেন না৷ আমি একটা সরকারি চাকরি চাইছি এই অবস্থায়৷ অস্থায়ী হলেও চলবে ৷” অন্য এক চাকরিপ্রার্থী অর্থনীতিতে MSc রক্তিম চন্দ বলেন, “বর্তমান পরিস্থিতিতে একদম কিছু না করে বসে থাকার চেয়ে অনেক ভালো অল্প কয়েক হাজার টাকার চাকরি করাও৷”
ইতিমধ্যে দুই দফায় পরীক্ষা নেওয়া হয়েছে “বন সহায়ক” পদের জন্য৷ ৩০ নম্বরের মৌখিক ও ৩০ নম্বরের লিখিত পরীক্ষা ৷ এছাড়াও ইংরেজি কিংবা হিন্দি পড়ার যোগ্যতা (১০ নম্বর), সাধারণ জ্ঞান (২০ নম্বর) ও বনকর্মী হওয়ার জন্য শারীরিক যোগ্যতার (১০ নম্বর) পরীক্ষাও নেওয়া হয়েছে ৷ দপ্তরের এক আধিকারিকের কথায়, “একজন উচ্চশিক্ষিত যদি নিচু পদের জন্য আবেদন করে আমরা তাঁদের আটকাতে পারি না সেক্ষেত্রে৷”