অস্ট্রেলিয়ায় বাংলার কোভিড সংক্রান্ত সরকারি ওয়েবসাইট বাঙালির হাত ধরেই
বেস্ট কলকাতা নিউজ : আপনি কি বাঙালি, আপনার বর্তমান নিবাস সুদূর অস্ট্রেলিয়া। হঠাৎ আপনি পেলেন অতিমারি সংক্রান্ত একটি ওয়েবসাইটের লিঙ্ক। যা আবার পুরোপুরি বাংলা ভাষায়। চমকে যাবেন না কী? স্বাভাবিকই। এবং আরও চমকাবেন যখন আপনি জানতে পারবেন এই কাণ্ডটি যিনি ঘটিয়েছেন তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাসিন্দা হলেও কিন্তু আসলে তিনি এই বাংলারই নাগরিক। বাংলা ভাষাকে একেবারেই ভুলে যায়নি এমনকি ক্যাঙ্গারুর দেশে গিয়েও । তিনি অর্ণব ঘোষ রায়।
অর্ণব ইতিমধ্যেই কোভিড সংক্রান্ত একটি সরকারি বাংলা ওয়েবসাইটও তৈরি করে ফেলেছেন এমনকি এই অতিমারির সময়ে সে দেশের বাঙালিদের পাশে থাকতে। ভিক্টোরিয়া প্রদেশের সরকারও এমনকি যা সম্মতি দিয়েছে। করোনা সংক্রান্ত হাজারো তথ্য, সাবধানবানী, পরামর্শ সমস্ত কিছুই বাংলায় লেখা। কলকাতার বাঙালি যুবকের লড়াইয়ের ফল সুদূর অস্ট্রেলিয়াতেও। বারাসাতের ছেলে অর্ণব ঘোষ রায়, বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির আইনের ছাত্র সে। এমনকি ঐতিহাসিক সাফল্যও এসেছে তাঁর লড়াইয়ে। বাংলায় প্রকাশিত হচ্ছে এমনকি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্য দফতরের সমস্ত নথি। তিনি আবার অস্ট্রেলিয়ায় বাংলাপক্ষের প্রধানও।