আলুর দামে রেকর্ড ১০ বছরের মধ্যে ,নাজেহাল অবস্থা সাধারণ মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আলুর দাম প্রায় সর্বোচ্চ পৌঁছে গিয়েছে গত এক দশকে। আর তার জেরেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য আরও জানাচ্ছে, আলুর দর সর্বোচ্চে পৌঁছে গিয়েছে এমনকি গত ১৩০ মাসের মধ্যে। পাশাপাশি এও দেখা গিয়েছে, আলুর দাম দ্বিগুণ হয়েছে গত এক বছরে।মন্ত্রকের হিসেবে অনুসারে দিল্লিতে চলতি অক্টোবর মাসে গড়ে আলুর দাম ছিল ৪০.১১ টাকা। দিল্লিতে দাম কিছুটা হলেও বেশি সামগ্রিক দেশের গড়ের তুলনায়। তবে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকার আশেপাশে গোটা দেশের প্রায় সর্বত্রই। এমনকি আলুর দাম এতটা বাড়তে দেখা গিয়েছিল প্রায় ১১বছর আগে ২০১০সালেও।

তাছাড়া মন্ত্রকের হিসেব জানাচ্ছে, এখন আলুর দাম প্রায় দ্বিগুণ গতবছর ২০১৯ সালের অক্টোবর মাসে তুলনায়। গত অক্টোবরে গড়ে প্রতি কেজি আলুর দাম ছিল যেখানে ২০.৫৭ টাকা ‌। তবে সেক্ষেত্রে দিল্লিতে দাম কিছুটা হলেও বেশি ছিল, দাম ছিল ২৫ টাকার আশেপাশে।কৃষি বিপণন বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, আলুর দাম কিছুটা হলেও বাড়ে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়। আবার দাম কিছুটা নেমে আসে শীতকালে নতুন আলু উঠলে। তারপর আবার আলুর দাম বাড়তে দেখা যায় ফেব্রুয়ারি-মার্চ মাসে। তবে গড়ে আলুর দাম সামগ্রিকভাব থাকে ২৩টাকার মধ্যেই। সেই তুলনায় তবে লাগামছাড়া এবারের আলুর দাম।তাছাড়া শীতের মুখে গুদামে যে পরিমাণ আলু মজুদ রাখা হয় এবার তার তুলনায় মজুদ রয়েছে অনেক কম পরিমানে আলু‌। তাছাড়া সরবরাহ ব্যবস্থায় সমস্যার দেখা দিয়েছে লকডাউনের কারণেই। দেখা গিয়েছে আলুর দাম ক্রমশ বেড়েছে এপ্রিল মে মাস থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *