কোনো বিসর্জন হলনা পরিযায়ী দুর্গার মূর্তির , রাজ্য সরকার সংরক্ষণ করবে বড়িশা ক্লাবের প্রতিমার
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য জুড়ে করোনা আবহে আয়োজিত একাধিক দুর্গাপুজোয় দর্শনার্থীদের একরকম নজর কেড়ে ছিল একাধিক থিমের ভাবনা। তবে তার মধ্যেই দর্শনার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল কলকাতার বড়িশা ক্লাবের পুজোর অভিনব থিম। সেই সূত্রেই রাজ্য সরকার ইতিমধ্যেই ভাসান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকের আদলে তৈরী এই মা দুর্গার প্রতিমার।
এও জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দ হয়েছিল বেহালার বড়িশা ক্লাবের এই পুজোর প্রতিমার। মুখ্যমন্ত্রী এই ক্লাবের পুজো উদ্ধোধনও করেছিলেন চতুর্থীর দিন। তখনই এই প্রতিমা বিশেষ ভাবে তাঁর নজর কেড়েছিল । তাই এই প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন মা দুর্গার পরিযায়ী রূপ দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। বিশেষ সূত্রের খবর, ফাইবারের তৈরি এই বিশেষ শিল্পকলা সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন উদ্ধোধনের সময়েই। তারপরই সংরক্ষণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বড়িশা ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই।