চাঞ্চল্যকর মোড় চিটফান্ড কাণ্ডে! পিনকন কর্ণধারের স্ত্রী মৌসুমী রায়ের আত্মসমর্পণ আদালতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে পিনকন চিটফান্ড কান্ডের কর্নাধারের স্ত্রী মৌসুমি রায় আত্মসমর্পণ করলেন তমলুক জেলা আদালতে এস। গত ৩ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের বিচারক যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিলেন পিনকন অর্থলগ্নী সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় সহ ৮ জনকে। তবে নিজেকে বাঁচাতে মনোরঞ্জন রায়ের স্ত্রী মৌসুমি রায় গা ঢাকা দিয়েছিলেন তার আগেই। এমনকি তাঁরও নাম ছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের তালিকায়। তবে অনেক চেষ্টা করেও পারলেন না নিজেকে লুকিয়ে বাঁচতে।
শেষমেশ মৌসুমি রায় আত্মসমর্পণ করেন তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক থার্ড কোর্ট সঞ্জীব দে’র এজলাসে এসে। তবে আদালতে এসে তিনি নিজেকে করোনা পজিটিভ বলেও দাবি করেন বিচারকের কাছে। মৌসুমি রায় তাকে ক্ষমা প্রদর্শন করতেও আবেদন করেন । আর তার এই আবেদনের সমর্থনে তিনি আদালতে জমা করেন ওডিশার রায়গঞ্জ জেলার একটি প্রত্যন্ত এলাকার মেডিক্যাল রিপোর্টও। তার আবেদনের কারনে, মৌসুমি রায় যেহেতু নিজেকে কোভিড পজিটিভ বলে দাবি করেছেন আপাতত তাই তাকে রাখতে বলা হয়েছে পর্যবেক্ষনে।