সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষার প্রাণ গেল করোনায়! রাজ্যে ৩ চিকিত্সক মৃত একদিনেই
বেস্ট কলকাতা নিউজ : এক বছরেরেও বেশি সময় পার হয়েছে প্রথম সংক্রমণের পর। এদিকে এখনও গোটা বিশ্বজুড়েই চলছে করোনা চোখ রাঙানি। এদিকে রোজই বিশ্বজুড়েই মারণ করোনার থাবায় প্রথমসারির কোভিড যোদ্ধারা প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি। এবার সাগর দত্ত মেডিক্যালের অধ্যক্ষা হাসি দাশগুপ্তর মৃত্যু হল করোনা সংক্রমণের জেরে। যার কারণে চিকিত্সক মহলের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক মহলেও।
এছাড়াও জানা গেছে শুধুমাত্র বৃহঃষ্পতিবারই করোনা সংক্রমণের জেরে রাজ্যে আরও দুই চিকিত্সকের মৃত্যু হয়েছে বলেও। মূলত স্বাস্থ্য মহলে শোকেরা ছায়া নেমে এসেছে একইদিনে তিন চিকিত্সকের একযোগে মৃত্যুতে। সূত্রের খবর, বালিগঞ্জের চিকিত্সক রমেন হাজরা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন করোনা আক্রান্ত হয়ে। করোনা মুক্ত হয় বাড়ি ফিরে তিনি ফের অসুস্থ হন। অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। এদিকে করোনা সংক্রমণের পর অধ্যক্ষা হাসি দাশগুপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত মঙ্গলবার। প্রথমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে ফের অবনতি দেখা যায়। অবশেষ বৃহঃষ্পতিবারই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসি দেবীর শরীরে বড় মাত্রায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় বুধবার রাত থেকেই। মূলত সেই কারণেই তাঁর প্রাণপাত হয় বলেই চিকিত্সকেরা জানাচ্ছেন। সূত্রের খবর, অধ্যক্ষা হাসি দাশগুপ্ত এবং তাঁর স্বামীরও করোনা উপসর্গ ছিল।