আজ দেশের শীর্ষ আদালতে শুনানি হতে চলেছে কৃষি আইন প্রত্যাহার এবং কৃষক বিক্ষোভ ইস্যুতে
বেস্ট কলকাতা নিউজ : দিল্লি সীমান্তে লাগাতার কৃষক আন্দোলন চলছে কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে। এমনকি কোনও রকম কৃষি জটও কাটেনি সরকারের সঙ্গে আট দফা বৈঠকের পরেও। অবশেষে কেন্দ্রের তিন কৃষি আইনকে চ্যালেঞ্জ করে কৃষক নেতারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের কাছে। আজ সোমবার শীর্ষ আদালতে শুনানি হবে সেই মামলারই।শীর্ষ আদালত খতিয়ে দেখবে কৃষি আইনের বৈধতা থেকে শুরু করে দিল্লি সীমান্তে কৃষক বিক্ষোভ, সমস্ত বিষয়।
এদিকে, কেন্দ্র কৃষি আইন সংশোধনে সম্মতি জানিয়েছে আন্দোলনের চাপে কিছুটা সুর নরম করে। কিন্তু প্রতিবাদী কৃষকরা এক চুলও নড়তে নারাজ নিজেদের অবস্থান থেকে। তাঁদের আরও দাবি, সম্পূর্ণ বাতিল করতে হবে এই তিনটি কৃষি আইন। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে৷প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি কেন্দ্র আলোচনায় বসেছিল কৃষক নেতাদের সঙ্গে৷ কিন্তু নিস্ফলা ছিল সেই বৈঠকও৷ আগামী ১৫ জানুয়ারি ফের ফের দুই পক্ষ মুখোমুখি হবে আলোচনার টেবিলে৷ এর আগে আজ সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷
মূলত, গত ৬ জানুয়ারি শীর্ষ আদালত যাবতীয় অভিযোগ শুনতে রাজি হয় কৃষি আইনের বিরুদ্ধে৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১১ জানুয়ারি৷ এদিকে, অষ্টম দফা বৈঠকের পর বিক্ষুব্ধ কৃষকরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা বাড়িও ফিরবেন না তিন নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত৷