বার্ড ফ্লু-র আতঙ্ক ছাড়াল ৯ রাজ্যে আজ জরুরি বৈঠকে বসতে চলেছে কেন্দ্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই বার্ড ফ্লু ধরা পড়েছে দেশের ৯টি রাজ্যে। ব্যাপকহারে পাখির মৃত্যুর খবর এসেছে দিল্লি, মহারাষ্ট্র ছাড়াও উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাতের মতো রাজ্য গুলি থেকে। এরইমধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অফিসাররা আজ সোমবারই জরুরি বৈঠকে বসছেন প্রতিষেধক টিকার যোগান নিয়ে। সংসদীয় কমিটি তলব করেছে এই জরুরি বৈঠক।

প্রসঙ্গত, গত ২ দিনে ৮০০ পোল্ট্রির মুরগি ও পাখি মারা গিয়েছে মহারাষ্ট্রের পারভানিতে। নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তা বার্ড ফ্লু। ইতিমধ্যেই মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পোল্ট্রির ৯ হাজার পাখিকে। নিষিদ্ধ করা হয়েছে এমনকি মুরগির বেচা কেনাও প্রায় ৫০০ মুরগি, হাঁসের মৃত্যুর খবর এসেছে লাটুর ও অমরাবতীতে।মুম্বইয়ের চেম্বুরেও এমনকি দেখা মিলেছে মৃত কাকেরও। দিল্লিতে বার্ড ফ্লুতে পাখির মৃত্যু নিশ্চিত হয়েছে সঞ্জয় লেক, ময়ূর বিহারে । দিল্লিতে বন্ধ হয়েছে হাউস খাস পার্ক। চিড়িয়াখানা বন্ধ করা হয়েছে উত্তরপ্রদেশের কানপুরে । সব পাখিকে মেরে ফেলা হবে এমনকি সেখানেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *