বহু মানুষ গৃহহীন বাগবাজার বস্তির বিধ্বংসী অগ্নিকাণ্ডে, ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস ফিরহাদ হাকিমের
বেস্ট কলকাতা নিউজ : বুধবার তখন সবে সন্ধে সাড়ে সাতটা।বাগবাজার ব্রিজের কাছে বস্তি জ্বলে উঠল দাউ দাউ করে। উত্তুরে হাওয়ায় বেশি সময় লাগেনি এমনকি আগুন দ্রুত ছড়িয়ে পড়তে। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে অল্প কিছুক্ষণের মধ্যেই। এক ঘন্টার মধ্যেই পুড়ে যায় বস্তির সম্পূর্ণ অংশ। মায়ের বাড়ির অফিস ঘর রয়েছে এই বস্তির পাশেই। আগুন ছড়িয়ে পড়ে এমনকি সেখানেও। সম্পূর্ণ পুড়ে গিয়েছে অফিসের আসবাবপত্রও। গোটা এলাকা ঢেকে যায় এমনকি কালো ধোঁয়ায়। ২৭টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলেওবহু মানুষ ছাদহারা হয়েছে বিধ্বংসী অগ্নিকান্ডে। ঘটনাস্থল পরিদর্শনের পর এমনকি মুখ্য প্রশাসক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তড়িঘড়ি সেই গৃহহারা বস্তিবাসীদের ঘর বানিয়ে দেওয়ার আশ্বাসও দেন।
আজ বৃহস্পতিবার থেকেই শুরু হবে নতুন ঘর তৈরির কাজ, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হেকিম। আগুন লাগার খবর কানে আসতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাগরমেলা থেকে কলকাতায় রওনা দেন এদিন রাতেই। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন এমনকি ঘটনাস্থলে পৌঁছে। তাঁদের পাশে দাঁড়িয়ে তিনি আশ্বাস দেন যে, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপাতত অস্থায়ী শিবিরে খাওয়া-থাকার ব্যবস্থা নিচ্ছে সরকার।