সিবিআইয়ের চার্জশিট পেশ গরু পাচার মামলায় , তালিকায় নাম রয়েছে এনামূল-সতীশ কুমার সহ সাত অভিযুক্তের
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সিবিআই চার্জশিট পেশ করল গরু পাচার কান্ডের ঘটনায়। তবে এই চার্জশিটে নাম নেই রাজ্যের শাসক দলের কোনো নেতার । এই চার্জশীট এ নাম রয়েছে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে।
একটি বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে সিবিআইয়ের আইনজীবী অভিযোগপত্র পেশ করেন। এমনকি তা গ্রহণ করেছেন বিচারক। তদন্তকারী সংস্থাটির আইনজীবী আদালতে আবেদন জানান যে, বিচারক যেন নির্দেশ দেন শুনানির দিন সকল অভিযুক্তকে আদালতে থাকার জন্য। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, গত ১১ ডিসেম্বর এনামুল আত্মসমর্পণ করে আসানসোলের সিবিআই আদালতে। তারপর থেকেই সে রয়েছে জেল হেপাজতে । নিয়ম মেনেই ৬০দিনের মাথায় চার্জশিটও জমা দেয় সিবিআই। সূত্রের খবর, পরিবারের সসদ্যদের নাম থাকতে পারে এনামুলের।