মন্ত্রীর আঞ্চলিক লকডাউনের ভাবনা মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে
বেস্ট কলকাতা নিউজ : আবারও কি মহারাষ্ট্রে জারি হবে লকডাউন ? সার্বিকভাবে না হলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনও কারণ নেই আঞ্চলিকস্তরে ৷ এমনই মত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপের ৷ সোমবার তিনি জানান, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাঁর একটি জরুরী বৈঠক রয়েছে ৷ মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে হাজির থাকবেন জেলাশাসক ও পুলিশ কমিশনাররা ৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাঁদের সঙ্গে আলোচনার পরই৷
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রাজ্যের একাধিক শহুরে এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয় আমজনতার যাতায়াতের উপর৷ প্রয়োজনে বিভিন্ন জেলাতেও একই পদক্ষেপ করা হতে পারে আঞ্চলিকভাবে৷ স্থানীয় লকডাউনের সিদ্ধান্তও এমনকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ কঠোর পদক্ষেপ নিতেই হবে আমাদের৷ প্রয়োজনে আবারও লকডাউন করা হতে পারে কয়েকটি জেলায়৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনই৷
’’করোনা মোকাবিলায় রাজ্যবাসীকেও আরও সচেতন হওয়ার আবেদন জানান রাজেশ ৷ না হলে সরকারের কড়া ব্যবস্থ্যা নেওয়া ছাড়া আর অন্য কোনও উপায় থাকবে না ৷ মন্ত্রী বলেন, ‘‘মানুষকে নিয়মবিধি মানতেই হবে৷ না মানলে আরও বেশি জরিমানা গুণতে হবে আগামী দিনে৷’’