এনআইএ বর্ধমান থেকে গ্রেফতার করল জাল নোট চক্রের পান্ডাকে
বেস্ট কলকাতা নিউজ : জাল নোট চক্রের এক চাঁইকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে ধৃতের নাম জাকির শেখ। ধৃতের বাড়ি পূর্ববর্ধমানের খণ্ডঘোষ থানার বেড়ুগ্রামে।এনআইএ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে রবিবার রাতে ।বাজেয়াপ্ত করা হয়েছে এমনকি ধৃতের দু’টি মোবাইল ফোনও ।
এনআইএ সূত্রে জানা গেছে একটি চক্র বাংলাদেশ ও নেপাল থেকে জাল নোট এনে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে চক্রের ৪ জনকে। এনআইএ জেনেছে বাংলাদেশ ও নেপালের কয়েকজন জাল নোটের এই কারবারের সঙ্গে জড়িত বলেও। তাদের ধরতে দু’দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে এনআইএ-র এক আধিকারিকরা জানিয়েছেন । জাকির জাল নোট সহ ধরা পড়েছিল এর আগেও।সে ধরা পড়েছিল কলকাতায় কাস্টমসের গোয়েন্দাদের হাতে।
এনআইএ-র গোয়েন্দাদের আরও দাবি জাকির পূর্ব বর্ধমান ও আশপাশের জেলায় জাল নোট ছড়িয়েছে বলেও। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এনআইএ তাকে শিলিগুড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেজন্য ৩ দিন ট্রানজিট রিমাণ্ডের আবেদন জানায় এনআইএ। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।