পুলিশের জালে দলেরই নেতা বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : দলেরই নেতা গ্রেফতার হল দলীয় কর্মীর দেহ উদ্ধারের ঘটনায। বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মী পতিহার ডোমের অস্বাভাবিক মৃত্যু হয় রাজ্যে তৃতীয় দফার ভোটের দিনেই। তার মৃতদেহ মেলে পুকুর পাড় থেকে। সেই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে বিজেপিরই স্থানীয় বুথ সভাপতি দুলাল ডোমকে। মঙ্গলবার মৃতের স্ত্রী তাঁর স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন দুলাল ডোমের বিরুদ্ধে। তদন্তে নেমে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত বিজেপি নেতাকে।
মূলত, বীরভূমের দুবরাজপুর উত্তপ্ত হয়ে ওঠে তৃতীয় দফার ভোটের দিনেই । পুকুরের পাড় থেকে মেলে এক বিজেপি কর্মীর দেহ। তাঁকে খুন করা হয়েছে বলেই অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দা ও পরিবারের তরফে । এই ঘটনার পরেই পুলিশ গ্রামে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার গেলে পুলিশকর্মীদের প্রবল বাধার মুখে পড়তে হয় এলাকার স্থানীয় বাসিন্দাদের দের। বাসিন্দাদের একাংশ পুলিশের উপরেই চড়াও হয় । মৃতদেহ উদ্ধারে বাধা দেওয়া হয় এমনকি পুলিশকেও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। সব মিলিয়ে এলাকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।