ফেসবুকে পোস্ট করা সব ছবিতে নজর রাখছে Wipro-র বিশেষ টিম
বেস্ট কলকাতা নিউজ : ফেসবুকে অনবরত পোস্ট হতে থাকে গুচ্ছ গুচ্ছ ছবি। কখনও সেলফি, কখনও গ্রুপ ফটো। কেউ ছবি পোস্ট করেন আনন্দে, কেউ আবার দুঃখে। কিন্তু ফ্রেন্ডলিস্টের বন্ধুরা ছাড়াও এই ছবির উপর নজর রাখছে এক তৃতীয় চোখ।সদ্য এক রিপোর্টে থেকে জানা গিয়েছে ফেসবুকের এক গোপন প্রজেক্টের কথা। জানা গিয়েছে, আইটি সংস্থা ‘উইপ্রো’-র একটি বিশেষ টিম মনিটরিং করছে ফেসবুকে পোস্ট করা সমস্ত ছবি । কোনও ব্যক্তির কোনও ছবি পোস্ট করার পিছনে কারণ কি, তা খতিয়ে দেখছে ওই টিম। ছবিটি দুঃখে পোস্ট করা হয়েছে, কোনও বিশেষ আনন্দ অনুষ্ঠানের ছবি নাকি জীবনের কোনও গুরুত্বপূর্ণ দিনের ছবি, ওই টিমের সদস্যরা তাও শেয়ার করছে।
সদ্য রয়টার্সের রিপোর্টে সামনে এসেছে এই তথ্য। ফেসবুক এই দায়িত্ব দিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো-কে। আর সংস্থার হায়দরাবাদের অফিস থেকে চলছে সেই মনিটরিংয়ের কাজ। যদিও এই প্রজেক্ট নিয়ে উইপ্রো কোনো ভাবে মুখ খুলতে চায়নি। তারা ফেসবুকের দিকে ছুঁড়ে দিয়েছে সব প্রশ্নই। ফেসবুক স্বীকার করেছে যে চুলচেরা বিশ্লেষণ চলছে কোনও কোনও ছবির কমেন্ট নিয়েও । উইপ্রো কর্মীরা মানুষের ফেসবুক খতিয়ে দেখে বের করছেন, কে ছুটিতে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেছে, আবার কে মৃত আত্মীয়ের ছবি পোস্ট করেছেন।