চিলকারি হত্যাকণ্ডের অভিযুক্ত গ্রেফতার বিহারের জামুই থেকে
বেস্ট কলকাতা নিউজ : ঝাড়খণ্ড পুলিশ অবশেষে গ্রেফতার করল চিলকারি গণহত্যার সঙ্গে জড়িত কট্টর মাওবাদী কোলহা যাদবকে৷ পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল তাকে৷ মূলত কোলহা অভিযুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির ছেলেকে হত্যার দায়েও৷
কোলহা চরকপাথর থানা এলাকার বাসিন্দা ৷ ২০০৭ সালেএকটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল গিরিডি জেলার চিলকারি গ্রামে৷ বাবুলাল মারান্ডির ছেলে অনুপ সেখানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান চলাকালীন মাওবাদীদের একটি দল সাধারণ মানুষকে লক্ষ্য করে আচমকাই গুলি চালায় ৷ যার জেরে ২০ জন সাধারণ মানুষ মারা যান ঘটনাস্থলেই৷ নিহত হন অনুপও ৷ ঝাড়খণ্ড আদালত ফাঁসির নির্দেশ দেয় ২০০৭ সালে ঘটনার সঙ্গে জড়িত চার মাওবাদীকে৷ দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল পলাতক কোলহা যাদবকে৷ অবশেষে সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ৷পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয় ভেলওয়ারি থানার তত্ত্বাবধানে বিহারের জামুই থেকে ৷ অভিযুক্তের বিরুদ্ধে কমপক্ষে ঝুলে রয়েছে ১৮টি নকশাল মামলা৷