সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, মিউজিয়াম এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম বন্ধ থাকবে আজ থেকে ১৫মে পর্যন্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী। এমনকি পরিস্থিতি খুব দ্রুতই চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। রাজ্য সরকার শহরের দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সবদিক বিচার বিবেচনা করেই। যাবতীয় বিনোদন পার্ক বন্ধ রাখা হবে আজ থেকে ১৫ই মে অবধি। বন্ধ থাকবে এমনকি যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামও। আবার ভেবে দেখা হবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই,সরকারি তরফে এমনটাই জানানো হয়েছে।

মূলত কিছুদিন আগেই ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছিলেন, তাঁরা কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজভবনের অনুমতি চেয়েছেন মিউজিয়াম বন্ধের বিষয়ে।এতদিন খোলা রাখা হয়েছিল ভিক্টোরিয়ায় কেবল বাগানটুকুই।কর্তৃপক্ষ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন আজ থেকেই । সায়েন্স সিটি সূত্র জানানো হয়েছে ইতিমধ্যেই সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। এমনকি টিকিট বিক্রির হারও কমিয়ে দেওয়া হয়েছিল ভিড় এড়াতে । অনেকদিন বিক্রি করা হচ্ছিল না শো পিছু ৬০% এর বেশি টিকিট। নির্দিষ্ট সময় অন্তর গোটা চত্ত্বর নিয়মিত স্যানিটাইজও করা হয়েছে। তবু, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আর কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সায়েন্স সিটি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *