অবশেষে সিআইডি তদন্তভার নিল শীতলকুচির মর্মান্তিক ঘটনার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শীতলকুচির ঘটনায় এবার সিআইডি তদন্তের ভার নিল। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টীম ও গঠন করা হয়েছে এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে। সিআইডি সূত্রের খবর, ভবানী ভবন ইতিমধ্যেই স্থানীয় থানার কাজে চেয়ে পাঠিয়েছে সংশ্লিষ্ট বুথের ভিতরে সমস্ত দলীয় এজেন্ট, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারদের নামের তালিকাও। জানা গিয়েছে প্রয়োজন হলে তাদের সঙ্গে কথা বলা হবে বলেও। ভবানী ভবন সূত্রের খবর, বেশ কয়েকজন দক্ষ ডিএসপি পদমর্যাদার আধিকারিকও রয়েছেন এই স্পেশাল ইনভেস্টিগেশন দলের মধ্যে।

খবর রয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে নমুনা পরীক্ষা করার জন্য সিআইডির একটি বিশেষ দল শীতলকুচির উদ্দেশে রওনা হয়েছে বলেও। পাশাপাশি, গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা পুলিশ সুপার এবং স্থানীয় থানার থেকেও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ফুটেজও । যদিও যাচাই করা সম্ভব হয়নি সেই ভাইরাল হওয়া ভিডিয়ো ফুটেজের সত্যতা। কিন্তু সংশ্লিষ্ট ভিডিয়োটিতে যে ব্যক্তিদের দেখা গিয়েছে, ইতিমধ্যেই তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জানা গিয়েছে তাদের সঙ্গে সিআইডির বিশেষ প্রতিনিধি দল কথা বলবেন বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *