রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ নির্দেশিকা জারি অক্সিজেনের অপচয় আটকাতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য স্বাস্থ্য দফতর এক নতুন নির্দেশিকা জারি করল অক্সিজেনের অপচয় রুখতে। কীভাবে অক্সিজেন সাশ্রয় করে সঠিক চিকিত্সা করা হবে, দেওয়া হল তার একটি রূপরেখাও। নির্দেশিকায় আরও উল্লেখ রয়েছে কোন পরিস্থিতিতে, কতক্ষণ কীভাবে অক্সিজেন দিতে হবে৷
অক্সিজেনের আকাল গোটা দেশেই। করোনার দ্বিতীয় ওয়েভে অক্সিজেনের অভাবের কথা উঠে আসছে মহারাষ্ট্র, দিল্লি-সহ বিভিন্ন জায়গা থেকেও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর কড়া সিদ্ধান্ত নিয়েছে কালো বাজারি রুখতে। খোলা বাজারে অক্সিজেন বিক্রি করা যাবে না এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া। ইতিমধ্যেই তারা এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দফতর বিবৃতি দিয়ে আরও জানিয়েছে, ‘রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের অক্সিজেন কিনতে। খুচরো দোকানদাররা অক্সিজেন বিক্রি করতে পারবেন না প্রেসক্রিপশন ছাড়াও। সর্বোচ্চ খুচরো দামেই অক্সিজেন বেচতে হবে। প্রেসক্রিপশন ও অনুমতি ছাড়া অক্সিজেনের মজুতদারি, বিক্রি ও স্থানান্তর করলে ব্যবস্থা নেওয়া হবে মহামারি আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী।’
জানা গিয়েছে, এই মুহূর্তে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে রাজ্যের ১১২টি কোভিড হাসপাতালে। আর যে হাসপাতালগুলিতে নতুন করে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হবে, পাইপলাইনেও সেখানে অক্সিজেন সরবরাহ করা হবে বলে খবর মিলেছে। প্রয়োজনে কয়েকটি হাসপাতালে তা সরবরাহ করা হবে সিলিন্ডারের মাধ্যমেও। রাজ্য সরকার জানিয়েছে, যেখানে রাজ্যে প্রতিদিন ২২৩ মেট্রিকটন অক্সিজেনের প্রয়োজন হয়, সেখানে প্রতিদিন রাজ্যে অক্সিজেন উৎপাদনের পরিমাণ ৪৯৭ মেট্রিকটন। ফলে আপাতত কোনও কথাই উঠতে পারে না অক্সিজেন সংকটের মতো ।