রাজ্যে লোকাল ট্রেন বন্ধ আগামিকাল থেকেই , ৫০ শতাংশ চলবে বাস-মেট্রো
বেস্ট কলকাতা নিউজ : আগামিকাল বৃহস্পতিবার থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে রাজ্যে করোনার বেলাগাম সংক্রমণ রুখতে ।এর পাশাপাশি ৫০ শতাংশ চলবে মেট্রো ও সরকারি বাস। বুধবার দুপুরে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছেন সরকারি ক্ষেত্রেও।
এদিন সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পরেই তিনি নবান্নে গিয়ে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। মুখ্যমন্ত্রী যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেন করোনা আক্রান্তদের উপযুক্ত চিকিত্সার জন্য । পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ‘এখনই রাজ্যে জারি হচ্ছে না সম্পূর্ণ লকডাউন। তবে মারণ ভাইরাস নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বেশ কিছু পদক্ষেপ। যেহেতু লোকে ভিড় করে লোকাল ট্রেনে , গাদাগাদি করে যাতায়াত করেন, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশিও থাকে তার জন্য। তাই আগামিকাল বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন। ৫০ শতাংশ করা হচ্ছে সরকারি পরিবহণ অর্থাত্ বাস ও মেট্রোর সংখ্যাও কমিয়ে।’