উত্তর ২৪ পরগনায় চালু হল অক্সিজেন বাস পরিষেবা
বেস্ট কলকাতা নিউজ : বাংলাতেও করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিয়েছে দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি। সংক্রমণ ছড়াচ্ছে এমনকি হু হু করেও । করোনা সংক্রমিত অনেকেরই অক্সিজেনের প্রয়োজন পড়ছে। এই পরিস্থিতিতে এবার অক্সিজেন বাস পরিষেবা চালু হল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে। অক্সিজেন বাস মিলবে জেলার পাঁচটি হাসপাতালের বাইরে। বাসে থাকবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর।
উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন বাস দাঁড়িয়ে থাকবে আপাতত উত্তর ২৪ পরগনার বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের বাইরে । উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন অভিনব এই উদ্যোগ নিয়েছে করোনা রোগীদের সাহায্যার্থেই।