খসে পড়ছে টাউন হলের চাঙড়, কলকাতার ঐতিহ্য বিপর্যস্ত সংস্কার শেষের মুখেও
বেস্ট কলকাতা নিউজ : কলকাতার ঐতিহ্যশালী স্থাপত্যগুলির মধ্যে টাউনহল হল অন্যতম। আর বিভিন্ন অংশের চাঙড় ভেঙে পড়ছে সেখানেই। এই স্থাপত্যে সংস্কারের কাজ চলছে গত কয়েক বছর ধরেই । এখন সে কাজ পৌঁছেছে শেষের দিকেই। তারই মধ্যে এই ঘটনায় পুরপ্রশাসনের অন্দরেই সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন । কাঠগড়ায় কলকাতা কর্পোরেশন ও নির্মাণের দায়িত্বে থাকা পিডব্লিওডি। সূত্রের খবর, টাউনহল সংস্কার করা হচ্ছে বিপুল অর্থ খরচ করে। কাজ শেষ হয়ে গেলে তার উদ্বোধন হওয়ারও কথা নতুন করে। কিন্তু অস্বস্তিকর ঘটনা সামনে এল তার আগেই। চাঙড় ভেঙে খসে পড়ছে টাউনহলের দেওয়ালের নকশা ও সিলিংয়ের একাংশ থেকেও। অভিযোগের মুখে পড়েছে কলকাতা কর্পোরেশন। পৌর কর্তৃপক্ষ কড়া চিঠিও পাঠিয়েছে এমনকি সংস্কার কাজের দায়িত্বে থাকায় পিডব্লিউডু-র মুখ্য ইঞ্জিনিয়ারকেও।
কলকাতা পুরসভা সূত্রের খবর, ২০১৭ সালে রাজ্য পূর্ত দফতর টাউন হল সংস্কারের কাজে হাত দেয় আইআইটি রুরকির বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুসারে। সে সময়েই একদফা অভিযোগ ওঠে, সংস্কারের নামে টাউনহলে ঢালাই করা হচ্ছে কাঠের মেঝে ভেঙে ফেলে। নকশাবদল ঘটানো হচ্ছে স্তম্ভগুলোও যথেচ্ছ ভাবে ভেঙে দিয়েও।নাগরিকদের একাংশ দাবি করেন যথেচ্ছ ভাঙাভাঙি করে হেরিটেজের চরিত্রই বদলে দেওয়া হচ্ছে বলেও। তবুও তাদের সব অভিযোগ উপেক্ষা করেই চলছিল সেই কাজ। আর কয়েক সপ্তাহ বাকি ছিল পুনরায় নবরূপে নির্মিত টাউন হল উদ্বোধনের। তবে তার আগেই ঘটে গেলো এই চরম বিপদ।আর কয়েক সপ্তাহ পরেই উদ্বোধন হবে যে ভবনের তার এই বিপর্যস্ত দশায় অবশেষে কাঠগড়ায় দাঁড়াল খোদ নির্মাণ সংস্থাই।