পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে চেপে অধিবেশনে যাবেন তৃণমূল সাংসদরা
বেস্ট কলকাতা নিউজ : তৃণমূল সাংসদরা সোমবার সংসদের বাদল অধিবেশনে সাইকেল চালিয়ে যাবেন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাইকেল প্রস্তত রাখা হয়েছে।যে ভাবে পেট্রল ডিজেলের দাম বেড়েছে মোদী সরকারের সময়ে আমরা সাইকেলে প্যাডেল করে অধিবেশনে পৌঁছব তারই প্রতিবাদে। একসময় গরুর গাড়ি নিয়ে সংসদে পৌঁছেছিলেন অটলবিহারী বাজপেয়ী। কিন্তু তৃণমূল সাংসদরা সাইকেলকেই বেছে নিয়েছেন সে ক্ষেত্রে।এমনকি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল মোদী সরকারের বিরুদ্ধে যে সংসদে সরব হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে গত কয়েকদিনেই।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এনিয়ে অনেক অক্ষর করেছে রাজ্য বাজেটেও। সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য মূলক আচরণ করছে বাংলার সঙ্গে। তৃণমূল বাদল অধিবেশনে সরব হবে তার প্রতিবাদেও। পাল্টা বিজেপিও তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে। এদিকে অর্জুন সিং বলেছেন, মানবাধিকার কমিশনের রিপোর্টই বলে দিয়েছে জঙ্গলরাজ চলছে বাংলায়। বাংলার কী পরিস্থিতি গোটা দেশকে তা জানানো হবে।