পুরুলিয়ার ভামুরিয়া যুব কল্যান সমিতি উদ্যোগ নিল বিশেষ সবুজায়ন প্রকল্পের
বেস্ট কলকাতা নিউজ : পরিবেশ রক্ষায় গাছ লাগান প্রাণ বাঁচান।গাছের ভূমিকাও অপরিসীম এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকে মানব সমাজকে রক্ষা করতে। এদিকে সারা বিশ্বের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব উষ্ণায়নও। কোভিড পরিস্থিতিতে প্রাণ বায়ুর অভাবে মৃত্যু হয়েছে এমনকি বহু মানুষের।প্রান বায়ু জোগায় একমাত্র গাছই।মানব সমাজ একরকম বিধ্বস্ত সম্প্রতিকালে প্রাকৃতিক দূর্যোগে। সেই বিপর্যয় থেকে মানব সমাজকে রক্ষা করতে সর্বত্র গাছ লাগানোর নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে সরকারী বেসরকারী উদ্যোগে।
এমনি ভাবেই সবুজায়ন প্রকল্পের বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়ার ভামুরিয়া যুব কল্যান সমিতি। অরণ্য সপ্তাহ কর্মসূচি উপলক্ষে আজ গাছ লাগানো হয় ভামুরিয়া স্বপ্নদর্শী সুপার শ্পেশল্যাটি হাসপাতালের (প্রস্তাবিত) সংলগ্ন এলাকায়। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পারবেলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ শিবতত্যানন্দ। ভামুরিয়া যুব কল্যান সমিতি সমাজ সেবামূলক কাজে যুক্ত জন্মলগ্ন থেকেই।সংস্হার সভাপতি জানান আজ সমিতি পদার্পণ করলো দশ বছরে।সমিতির জন্মদিন পালিত হোলো এমনকি কেক কেটেও।