হিঙ্গলগঞ্জে ২ লক্ষ ৬৭ হাজার টাকায় বিক্রি হল তেলিয়া ভোলা গোত্রের বিশালাকৃতির মাছ!
বেস্ট কলকাতা নিউজ : ২ লক্ষ ৬৭ হাজার টাকা দাম উঠল ৬৭ কেজি ওজনের মাছের! রাতারাতি এমনকি লাখপতিও হয়ে গেলেন হিঙ্গলগঞ্জের এক ব্যক্তি। ৪০০০ টাকা কেজিতে মাছটি কিনে নিয়েছেন কলকাতারই এক মাছ ব্যবসায়ী।আরও জানা গিয়েছে গ্রামে জল ঢুকছিল নদীর বাঁধ ভেঙে গিয়ে। আর তার জেরেই ডাঁসা নদীর বাঁধ ভাঙা জলে ভেসে গিয়েছিল হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের উত্তর রূপমারি এলাকার বাসিন্দা স্বপন মণ্ডলের পুকুরও। স্বপন জানান, তাঁর একটি পুকুর ছিল বাড়ি থেকে কিছুটা দূরে, মাঠের মধ্যে। ছ’কেজি তেলাপিয়া মাছ ছেড়েছিলেন কয়েক মাস আগেই। নোনা জল ঢোকে এমনকি সেখানেও। এতদিন মাথা কুটছিলেন মাছ নষ্ট হওয়ার জন্যও। তবে সব কিছু যেন বদলে গেল হঠাত্ই।
ইতিমধ্যেই দরিদ্র পরিবারের পুকুর থেকে পচা জল বের করার কাজ শুরু হয়েছে সরকারিভাবে। জল পরিষ্কার করার কাজ হচ্ছিল স্বপনের পুকুরেও। জল যখন হাঁটুসমান, স্বপন সে সময়ে দেখেন, তার পুকুরে ঘুরছে বিশাল বড় একটা মাছ।তিনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন জল পরিষ্কার করার কাজ। উল্টে পুকুরে আরও কিছুটা জল দেওয়ার ব্যবস্থা করেন পাম্প চালিয়ে, যাতে আরো কিছুক্ষন বেঁচে থাকে মাছটি। এরপর তিনি এক বন্ধুর মাধ্যমে কলকাতায় খোঁজ-খবর শুরু করেন মাছটি বিক্রির জন্য। এদিকে স্বপন তাঁর জামাই ও ভাইকে সঙ্গে নিয়ে পুকুর পাহারায় ছিলেন দুপুর থেকে রাত পর্যন্ত। এরপর দমদম থেকে এক মাছ ব্যবসায়ী আসেন রাত ৩ টে নাগাদ। পুকুর থেকে মাছটি ধরে দেখা যায়, সেটি তেলিয়া ভোলা গোত্রের। ওজন প্রায় ৬৭ কেজি। স্বপন ২ লক্ষ ৬৭ হাজার টাকা দাম পান ৪ হাজার টাকা কেজি দরে। সাধারণত সমুদ্রে পাওয়া যায় এই মাছ। মনে করা হচ্ছে নদীর বাঁধ ভেঙেই মাছটি ওই পুকুরে চলে এসেছে বলেও।