ASI আর এক কনস্টেবলকে একেবারে চরম মুহূর্তে হাতেনাতে ধরলেন সিনিয়ররা , অবশেষে বরখাস্ত করা হল চাকরি থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগে সাসপেন্ড করা হলদুই পুলিশ কর্মীকে । এমনকি এই ঘটনায় চাকরিও যায়এক সিভিক ভলান্টিয়রের । জানা গেছে এক এএসআই ও এক কনস্টেবল পদমর্যাদার দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছেএই ঘটনায় । পিসিআর ভ্যান নিয়ে হাওড়া ব্রিজে তোলাবাজির অভিযোগ ছিল দুই জনের বিরুদ্ধে। আগে দ্বিতীয় হুগলি সেতুতেও পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল।

তোলাবাজির অভিযোগ এলে কোনওভাবেই অভিযুক্ত পুলিশ কর্মী-কর্তাদের রেয়াত না করা হয়, তার জন্য লালবাজারের তরফ থেকে কড়া নির্দেশিকা আগেই ছিল। একাধিকবার রাস্তায় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। তাতে খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীরও কড়া ভৎর্সনার মুখে পড়তে হয়েছে পুলিশ কর্তাদের। এর মধ্যেই দ্বিতীয় হুগলি সেতুতে দুই পুলিশ কর্তাকে তোলা তুলতে দেখা যায়। একটি ভিডিয়ো সামনে আসে, তাতে কড়া পদক্ষেপ করে লালবাজারও।

সেই ভিডিয়োতে দেখা যায়, গাড়ি থামিয়ে অন্যের সঙ্গে কথা বলার ছলে হাত বাড়িয়ে টাকা তুলছে পুলিশ। পাশাপাশি হাওড়া ব্রিজে পিসিআর ভ্যান নিয়ে পুলিশ কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। আর সেই বিষয়টি নজরে আসে রাতে পেট্রোলিংয়ে থাকা অন্যান্য পুলিশ কর্তাদের। ওই পিসিআর ভ্যানে যে এএসআই ও কনস্টেবল ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, ওই দুই পুলিশ কর্মীর সঙ্গে একজন সিভিক ভলান্টিয়রও ছিলেন। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *