ASI পেল বড়সড় সাফল্য, উদ্ধার হল হরপ্পা সভ্যতার আমলের একাধিক মূল্যবান জিনিসপত্র
বেস্ট কলকাতা নিউজ : ফের বড়সড় সাফল্য পেল আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকেরা। এমনকি হদিশ মিলেছে হরপ্পা সভ্যাতার আমলের পূর্ণাঙ্গ একাধিক বাড়িরও। হরিয়ানার হিসারের রাখিগঢ়ীতে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেল দীর্ঘ ৩২ বছর খনন কার্যের পর।আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকেরা ওই এলাকায় খননকার্য চালায় দীর্ঘ ৩২ বছর ধরে। এরপরেই খোঁজ মিলেছে ঘর, বড় রান্নাঘর এবং একটি বড় গয়নার কারখানার।
এছাড়াও খননস্থলে প্রায় ২০ ফুট গভীর থেকে উদ্ধার হয়েছে দু’টি পূর্ণবয়স্ক মানুষের খুলি । খুলিগুলি পাঠানো হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। এএসআইয়ের গবেষকরা এও মনে করছেন, ওই খুলিগুলি ৫ হাজার বছরের পুরনো। গবেষকেরা জানিয়েছেন ওই কঙ্কাল গুলি মূলত মহিলাদের। কারন হাতে চুড়ি পরা একটি কঙ্কালও উদ্ধার হয়েছে। চুরি দেখে মনে করা হচ্ছে সেটি কোনও মহিলার কঙ্কাল। এছাড়া ওই অঞ্চলে খননকার্য চলাকালীন খোঁজ পাওয়া গিয়েছে একটি আড়াই ফুট চওড়া রাস্তারও। রাস্তার দু’পাশে পাঁচিলের প্রমাণ মিলেছে। ওই রাস্তার পাশে পরপর একাধিক বাড়ি ছিল। সেই সময়ের তুলনায় খোঁজ পাওয়া গিয়েছে অনেক বেশি আধুনিক ধারার নিকাশি নালারও ।