B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন বাড়িতে বসেই
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (WBUTTEPA) তথা রাজ্যের B.Ed বিশ্ববিদ্যালয় প্রস্তুত চূড়ান্ত সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার জন্য। WBUTTEPA ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) ও মাস্টার অফ এডুকেশনের (M.Ed) পরীক্ষা নিতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার অক্টোবরে পরীক্ষা নেওয়ার জন্য UGC-র অনুমোদনের পর পরীক্ষার নির্ঘন্টও প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় চলতি বছর কোরোনা নিয়ে চলা পরিস্থিতির জেরে পরীক্ষা নেওয়ার জন্য বেছে নিয়েছে অনলাইন মাধ্যমকেই। পরীক্ষার্থীরা এই পদ্ধতিতে পরীক্ষা দেবেন বাড়িতে বসেই।
পরীক্ষা পদ্ধতি নিয়ে রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় আরও বলেন , “অনলাইনেই হবে চলতি বছর আমাদের B.Ed, M.Ed-এর পরীক্ষা। কলেজকেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রশ্নপত্র ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে পাঠানো ও উত্তরপত্র সংগ্রহ করার জন্য৷”