BJP-তে থাকতে পারেন না কোনও গুণীজনেরাই , ক্রমশ জল্পনা বাড়াচ্ছে তথাগতকে ইঙ্গিত করে ফিরহাদের মন্তব্যে
বেস্ট কলকাতা নিউজ : বিজেপিতে বেশিদিন থাকতে পারে না কোনও গুণী ব্যক্তি। ফিরহাদ হাকিম এমনই প্রতিক্রিয়া দিলেন তথাগত রায়ের টুইটের পর। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একের পর এক পাল্টা টুইট করে চলেছেন তথাগত রায়ের টুইটের পরেই। টুইটে তিনি এও লিখেছেন তদন্ত করা উচিত বিজেপির আর্থিক কেলেঙ্কারিরও। এদিকে আবার তথাগত রায়ের টুইট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তিনি দলের একজন সাধারণ সদস্য। কোনও পদে নেই। কাজেই তিনি কোন মন্তব্য করলে সেটা তাঁর বিষয়।
উল্লেখ্য, সাত সকালে তথাগত রায় টুইটে লিখেছেন, ‘আপাতত বিদায় নিচ্ছে, পশ্চিমবঙ্গ বিজেপি। টুইট করতাম দলকে সজাগ রাখতে। বাহবা পাওয়ার জন্য টুইট করতাম না, দলের নেতারা গা ভাসিয়েছেন কামিনী কাঞ্চনে। পুরভোটের ফলের অপেক্ষায় থাকব।’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথাগত রায় বলেছেন সকলেই টুইটার পড়তে পারেন এখন। কাজেই টুইট পড়ে নেবেন। এর বাইরে একটি কথাও বলতে চাননি তিনি। এবং স্পষ্ট জানিয়েছেন তিনি একটি কথাও বলবেন না। যদিও তথাগত রায়ের এই টুইটের পর জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও। তাহলে কি তিনি বিজেপি ছাড়ছেন? এদিকে আবার জল্পনা শুরু হয়েছে এবার কি তাহলে তিনি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে?